নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ভারতীয় ছাত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গত ২০ জুলাই বোয়ালিয়া থানার সিনিঃ সহকারী পুলিশ কমিশনার একরামুল হক এর নেতৃত্বে ওই তিন ছিনতাইকারীকে আটক করা হয়। রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজে অধ্যয়নরত ওই ভারতীয় ছাত্রী। তার ব্যাগের ভেতরে থাকা দুই হাজার ৭০০ রুপিও উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকার হাসিবুলের ছেলে হাফিজুল ইসলাম বাপ্পী (২১), রাজপাড়া থানার দাসপুকুর ল্যাটাপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে মমিনুল ইসলাম হৃদয় (২০) ও বহরমপুর এলাকার আজাহার আলীর ছেলে আল আমিন রাব্বি (১৯)।
নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, গত ২৮ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর পদ্মা আবাসিক এলাকাস্থ মাদারবক্স গার্হ্যস্থ-অর্থনীতি কলেজের সামনে থেকে রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্রী নাদিয়া শফিক (২২) এর কাছ থেকে মোটরসাইকেল যোগে আসা তিন ছিনতাইকারী ব্যাগ ছিনিয়ে নেয়। নাদিয়া ভারতের জম্মু কাশ্মির প্রদেশের বারমোল্লা জেলার সপুর থানা সদরের শফিক আহমেদের মেয়ে।
ঘটনার পরে নাদিয়া বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৩ জন ছিনতাইকারীকে আটক করা হয় এবং মালামাল উদ্ধার করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করে ছিনতাই যাওয়া ভারতীয় পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্র উদ্ধারের লক্ষ্যে আসামীদের রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামীদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করলে আসামীদের একান্তে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই যাওয়া ভারতীয় পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্র পুড়িয়ে ফেলেছে বলে স্বীকার করে। এ বিষয়ে তারা মঙ্গলবার আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান দিয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।