নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ভাইরাসে আক্রান্ত হয়ে পাতা লাল হয়ে শুকিয়ে মারা যাচ্ছে ঔষধি নিম গাছ। জেলার দুর্গাপুর ও বাগমারা উপজেলার মোহনগঞ্জ-তাহেরপুর রোডের ১২ কিলোমিটার সড়কের দু-পাশের পুরনো সব নিমগাছ মারা যাচ্ছে। সোমবার (৬ মে) রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাছগুলো অনেক পুরনো। আমরা খোঁজখবর নিচ্ছি। কারণ উদঘাটনে কয়েকজনকে দায়িত্ব দিয়েছি। খতিয়ে দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে, এ ঘটনায় উদ্ভিদ বিশেষজ্ঞ টিম গঠনের দাবি জানিয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কয়েকটি দফতরে আবেদন জানিয়েছেন আকমল হোসেন নামে রাজশাহী বারের এক আইনজীবী।
তিনি বলেন, ‘ঘটনাটি আমাদের এলাকার। হঠাৎ দেখি পাতা শুকিয়ে মারা যাচ্ছে গাছ। গাছ এভাবে মারা গেলে এটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হবে। জনস্বার্থে রোববার (৪ মে) আমি সরকারি দফতরের কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন জানিয়েছি।’
এডভোকেট আকমল হোসেন বলেন, ‘উদ্ভিদ বিশেষজ্ঞ টিম তৈরি করে ভাইরাসের কারণ উদঘাটন করা প্রয়োজন। তাছাড়া পরিবেশের বিপর্যয় ঘটবে এবং জনগণের ক্ষতি হবে।
বিএ..