নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে তুচ্ছ ঘটনার জের ধরে ছোট ভাই জাহাঙ্গীরের হাসুয়ার আঘাতে মুল্লুক চাঁন নামের একব্যক্তি নিহত হয়েছেন। তিনি নগরীর চন্দ্রিমা থানার পান্থপাড়া এলাকার নমাজির ছেলে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, চন্দ্রিমা থানার পান্থপাড়া এলাকার মুল্লুক চাঁন বাড়ির সামনে আবর্জনা ফেলে রেখেছিল। আবর্জনা পড়ে থাকতে দেখে ছোট ভাই জাহাঙ্গীর আবর্জনা তুলে নেওয়ার জন্য বড় ভাইকে বলে। এ সময় মুল্লুক চাঁন আবর্জনা তুলতে অস্বীকৃতি জানিয়ে বলে আবর্জনা তুলবোনা পারলে কিছু কর। এমন কথা কাটাকাটির একপর্যায়ে জাহাঙ্গীর হাসুয়া দিয়ে বড় ভাই মুল্লুককে কোপাতে শুরু করে।
এলোপাথাড়ি হাসুয়ার আঘাতে ঘটনাস্থলেই মুল্লুকের মৃত্যু হয়। তার মৃত্যু হয়ে গেলে জাহাঙ্গীর পালিয়ে চলে যায়। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। খুনের ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি হুমায়ন কবির বলেন, আবর্জনা ফেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ছোট ভাই হাসুয়া দিয়ে কুপিয়ে বড় ভাইকে হত্যা করেছে। লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।