1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিপোতে অভিযান, লাখ টাকা জরিমানা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ জানয়ারী ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

রাজশাহীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিপোতে অভিযান, লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্ুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ডিপোতে অভিযান চালিয়ে অবৈধ বিজ্ঞাপন সামগ্রী মজুদ রাখার দায়ে কোম্পানিটির ম্যানেজার মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা (মামলা নং-৯৩-সি/২০২০) করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় অবস্থিত ‘বিএটিবি’র আঞ্চলিক ডিপোতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার কৌশিক আহম্মেদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধূমপানে আকৃষ্ট করতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (মেসার্স আবুল হোসেন) রাজশাহীর আঞ্চলিক ডিপোতে বিপুল পরিমাণ অবৈধ বিজ্ঞাপন সামগ্রী মজুদ রয়েছে এমন তথ্য পেয়ে রাজশাহীর উন্নয়ন ও মানবাধিকার সংস্থা এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রামের এক কর্মকর্তা রাজশাহী জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। এমন তথ্য পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার কৌশিক আহম্মেদ আইন-শৃঙ্খলা

বাহিনীকে সঙ্গে নিয়ে ওই ডিপোতে বুধবার বিকালে অভিযান চালান। অভিযান চলাকালে কোম্পানিটির তামাকপণ্য বহনকারী ভ্যান থেকে অবৈধ বিজ্ঞাপন সামগ্রী (টুল বক্স, টুল কিট, ট্রেড লেটার, প্যাক ডিসপেন্সার ইত্যাদি) জব্দ করা হয়। এসময় তামাক নিয়ন্ত্রণ আইন এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে কোম্পানিটিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দেয়া হয়। পওে কোম্পানিটির ম্যানেজার মো. মিজানুর রহমান জরিমানার টাকা পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ বলেন, ‘বিএটিবির ডিপোতে অভিযান চালিয়ে অবৈধ বিজ্ঞাপন সামগ্রী পাওয়া গেছে। যা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)

আইন-২০০৫ (সংশোধিত আইন-২০১৩) এর ৫ ধারার স্পষ্ট লঙ্ঘন। আইন অমান্য করে অবৈধ বিজ্ঞাপন সরবরাহ, প্রদর্শনের দায়ে তামাক নিয়ন্ত্রণ আইনের ৫ ধারা লঙ্ঘন করায় কোম্পানির রাজশাহীর ডিপোর ম্যানেজার মো. মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করে সাবধান করা হয়েছে। ভবিষ্যতে এ আইন লঙ্ঘন অবৈধ বিজ্ঞাপন প্রদর্শন করলে বর্তমান জরিমানার দ্বিগুণহারে জরিমানা করা হবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান চলাকালে রাজশাহী সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মো. শামসুজ্জামান, এসিডি’র এডভোকেসি অফিসার মো. শরিফুল ইসলাম শামীম, প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রাণী বিশ্বাস, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST