নিজস্ব প্রতিবেদক :
ব্যুত্থান মার্শাল আর্ট এর সহ-প্রতিযোগিতার আইন কানুন বিষয়ক এক কর্মশালা শুক্রবার বিকালে রাজশাহীতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যুত্থান এসোসিয়েশনের আয়োজনে নগরীর রানীনগর এলাকায় ব্যুত্থান মার্শাল আর্ট এর বিভাগীয় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালা পরিচালনা করেন ব্যুত্থান মার্শাল আর্ট এর স্থপতি আর্ন্তজাতিক গ্রান্ডমাস্টার ড. ইউরি বজ্রমুনী। এ সময় উপস্থিত ছিলেন ব্যুত্থান মার্শাল আর্ট এর রাজশাহী বিভাগীয় কমিটির উপদেষ্টা তুহিন শওকত, ইমতিয়াজ হাসান ইমন, রাজশাহী বিভাগীয় প্রধান প্রশিক্ষক একেএম কালাম লিটন, প্রশিক্ষক সোহেল মাহবুব, ব্যুত্থান মার্শাল আট এর
রাজশাহী জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক এম আ. হামিদ, রাজশাহী কলেজ ও ভদ্র শাখার প্রধান প্রশিক্ষক সলমন গ্রীন, রাজশাহী আদর্শ স্কুল শাখার প্রশিক্ষক শাহাদত, কোর্ট শাখার প্রশিক্ষক রাফিদ, প্রশিক্ষক ফয়সাল, মুসফিকসহ বিভিন্ন শাখার প্রশিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে আজ শনিবার বিকালে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উপলক্ষে রাজশাহী নগরীর বঙ্গবন্ধু চত্বরে ওয়ার্ল্ড ব্যুত্থান ফেডারেশনের ব্লাড ব্যাংকের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন ব্যুত্থান মার্শাল আর্ট এর স্থপতি আর্ন্তজাতিক গ্রান্ডমাস্টার ড. ইউরি বজ্রমুনী। এ উপলক্ষে উক্ত স্থানে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি ডেন্টাল চেকআপ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর