নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বাজারগুলোতে হঠাৎ করেই বেগুনের দাম কেজিপ্রতি বেড়েছে ১৫/২০ টাকা। আজ রোববার সকালে রাজশাহীর কাঁচাবাজারগুলোতে প্রতি কেজি বেগুন বিক্রি হয় ৫৫/৬০ টাকায়। অথচ একদিন আগেই বেগুনের দাম ছিল কেজি প্রতি ৩৫/৪০ টাকায়। আর পটল এর দাম 35 টাকা থেকে বেড়ে ৪০ টাকা কেজিতে উঠেছে। আলু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা কেজিতে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মহানগরীতে বেশ কিছুদিন ধরেই পটল ও বেগুনের দ হঠাৎ করেই ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে উঠে যায়। এভাবেই গত কয়েকদিন ধরে বিক্রি হচ্ছিল। গত তিন চার দিন ধরে অনবরত বৃষ্টি হওয়ায় গতকাল থেকে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম বাড়তে শুরু করে। তবে অন্যান্য সবজির তুলনায় বেগুনের দাম কেজিপ্রতি বেড়েছে ১৫ থেকে ২০ টাকা আর পটলের দাম বেড়েছে কেজি প্রতি ৫ টাকা । বেগুন আজ রোববার রাজশাহীর বাজার গুলোতে বিক্রি হয় ৬০ টাকা কেজিতে। পটল বিক্রি ৪০ টাকা কেজিতে, আলু বিক্রি হয় ৩০ থেকে ৩২ টাকা কেজিতে। তবে অন্যান্য সবজির দাম তেমন বাড়েনি। তবে কাঠুয়া ডাটা আগে কেজিতে ২০-২৫ টাকায় বিক্রি হলেও আজ ৩০ টাকা কেজিতে বিক্রি হয়। এভাবেই নিত্য জন্য সবজির দাম বাড়ছে।
অনেক ক্রেতা অভিযোগ করে বলেন, যেভাবে নিত্যপণ্যের সবজির দাম বাড়ছে সেভাবে কিন্তু নিম্ন সাধারণ মানুষের আয় বাড়েনি। এছাড়াও করোনার মধ্যে অবসর সময় কাটাচ্ছেন দিনমজুর মানুষরা। তারমধ্যে সবজির দাম বাড়ায় আমরা বিপাকে পড়েছি।
তাই যাতে সবজির দাম না বাড়াতে জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর মনিটরিং করা প্রয়োজন।
এমকে