রাজশাহী মহানগরীতে দুটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবির পণ্য-সামগ্রী জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর মাস্টারপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রিত আমিন ট্রেডাস দোকানের পাশে (সাগরের ৪ নাম্বার দোকান এবং সুমনের ৩ নং দোকান) এই পণ্যগুলো জব্দ করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকানে অভিযান চালিয়ে ৫৫ টি কাটুন ও ৬ বস্তা সয়াবিন তেল এবং ৩ বস্তা চিনি উদ্ধার করে। এসময় মো. সাগর (৩২) ও মো. সুমন (৩৩) নামের দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি নিয়ে যাওয়া হয়। রাজশাাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এস/আর