নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-২ সদর আসনে বিনা ওয়ারেরেন্টে ধানের শীষের সমর্থককে পুলিশ কর্তৃক আটক ও বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর নির্বাচনী পোষ্টার ও ফেস্টুন কেটে ফেলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। বিএনপি প্রার্থী মিনুর প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. ওয়ালীউল হক রানা সোমবার রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। নগর বিএনপি দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযোগে জানানো হয়, ১২ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার ১১ নং ওর্য়াডে হেতেম খাঁ সবজিপাড়া রানার দোকানের সামনের ধানের শীষের ফেস্টুন ধারালো কোনকিছু দিয়ে কেটে ফেলা হয়েছে এবং মৃত আ’লীগ নেতা ভুলুর বাড়ির সামনে ধানের
শীষ প্রতীকের ব্যানার ছিড়ে ফেলা হয়েছে। বোয়ালিয়া থানার সাগরপাড়া থেকে রাণীবাজার রোডের, পানি উন্নয়ন বোর্ডের প্রাচীরের সামনের ব্যানারসমূহ কেটে ফেলা হয়েছে। নগরীর রাজপাড়া থানার বন্ধগেট এলাকা থেকে রাজিব চত্ত্বর (মেডিকেল পাশ্ববর্তী কলাবাগান রোড) এলাকা পর্যন্ত ধানের শীষের ব্যানার, ফেস্টুন খুলে নিয়ে গেছে নৌকা প্রতীকের সমর্থকরা। ২৪ নং ওয়ার্ড বাশার রোড নিশি ছাত্রাবাসের সামনে পোষ্টার, ফেস্টুন কেটে ফেলেছে নৌকা প্রতীকের সমর্থকরা। ১৫ই ডিসেম্বর আনুমানিক সকাল ৯টার দিকে প্রকাশ্য দিবালোকে নৌকা প্রতীকের সমর্থকরা নগরীর নিউমার্কেট থেকে গণকপাড়া রোডের এবং তালাইমারী মোড়ের ব্যানার, ফেস্টুন খুলে নিয়ে যায়, ছিড়ে ফেলে এবং কিছু ব্যানার, ফেস্টুন টাঙ্গানো
অবস্থায় বিকৃত করে ফেলেছে। (বোয়ালিয়া থানা) (১ থেকে ৪ নাম্বার অভিযোগগুলো ৭(২) ধারা অনুযায়ী নির্বাচন আচরণবিধি লঙ্ঘন।) এ ছাড়া বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় চন্দ্রিমা থানা পুলিশ চকপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে সাজ্জাদকে ১৫ ডিসেম্বর দিবাগত রাতে বিনা পরোয়ানায় আটক করে নিয়ে গেছে। লিখিত অভিযোগগুলো আমলে নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/এস