1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, নগরবাসীর ক্ষোভ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

রাজশাহীতে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, নগরবাসীর ক্ষোভ

  • প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০১৯
ছবি: প্রতিকি

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে মহানগরীতে বিদ্যুতের যাতায়াতে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। দিন-রাত ২৪ ঘন্টায় অন্তত ৭/৮ বার বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। গরমের মধ্যে লোডশেডিং হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। অথচ কর্তৃপক্ষের দাবি তেমন লোডশেডিং নেই। যেটুকু হচ্ছে সেটা কাজের জন্য। লাইন সংস্কার বা অন্যান্য কারণে লোডশেডিং হচ্ছে বলে কর্তৃপক্ষের দাবি। তবে নেসকোর এমন কথা মানতে নারাজ নগরবাসী। নগরবাসী বলছেন, রাতেও বিদ্যুতের লাইন মেরামত বা সংস্কার হয় নাকি? তাহলে রাতে কেন লোডশেডিং হয়। খোঁজ নিয়ে জানা

গেছে, বেশ কিছুদিন ধরে রাজশাহী মহানগরজুড়ে বিদ্যুতের ভেলকিবাজি যেন লেগেই আছে। পূর্ব কোন ঘোষণা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। দিন ও রাত উভয় সময়েই বিদ্যুতের লোডশেডিং হচ্ছে সমানতালে। একদিকে প্রচুর গরম অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং। দুইয়ে মিলে নগরবাসী ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন। এ নিয়ে নেসকোর গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বছরের অন্য সময়ে গ্রামাঞ্চলে বিদ্যুৎ বেশি সরবরাহ দিয়ে সেচ সুবিধা দেওয়ার কথা বলা হলেও বর্ষা মৌসুমে এমন সুযোগ নেই তারপরও এত

লোডশেডিং। দেশে নাকি বিদ্যুতের ঘাটতি নাই তাহলে লোডশেডিং কেন এমন প্রশ্ন নিয়ে গ্রাহকরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। খোঁজ নিয়ে আরো জানা গেছে, গত ৩/৪ দিন ধরে নগরীতে আরো বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। দিনরাত মিলিয়ে ৭/৮ বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ের মধ্যে পড়ে মানুষ গরমের মধ্যে সমস্যার মধ্যে পড়ছেন অন্যদিকে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রয়োজনীয় জিনিস ফটোকপি বা কম্পোজ করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে। আবার অফিস-আদালতের প্রয়োজনীয় জিনিস সময়মত

ফটোকপি করতে না পারায় আরো সমস্যার মধ্যে পড়ছেন মানুষ। এ নিয়ে তাদের ক্ষোভের যেন শেষ নেই। নগরীর টিকাপাড়া এলাকার রাব্বি নামের এক বাসিন্দা অভিযোগ করে বলেন, বিদ্যুৎ যেভাবে যাতায়াত করছে তাতে মনে হচ্ছে নেসকো থেকে বিল নেবেনা। তারা জনগনকে ফ্রি সার্ভিস দিচ্ছেন। যখন ইচ্ছা তখন বিদ্যুৎ টেনে নিচ্ছেন। এভাবেতো চলেতো। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। খতিয়ে দেখা দরকার বিদ্যুতের এত লোডশেডিং কেন হচ্ছে?

আব্দুল্লাহ নামের আরেক ব্যক্তি অভিযোগ করে বলেন, দিনরাত মিলিয়ে ৭/৮ বারের বেশি সময় ধরে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। টাকা দিয়ে কেনা বিদ্যুতের এমন হাল হবে কেন? বর্ষা মৌসুমে বিদ্যুতের এত লোডশেডিং মেনে নেওয়ার মত নয়। এদের বিরুদ্ধে আন্দোলন করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আদায় করতে হবে।
নগরীর হড়গ্রাম এলাকার সাইফ নামের একব্যক্তি অভিযোগ করে বলেন, এ এলাকায় আরো বেশি বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ের মধ্যে পড়ে ব্যাপক সমস্যা হচ্ছে। গরমের মধ্যে এমন লোডশেডিং কাম্য নয়। কর্তৃপক্ষের

পক্ষ থেকে জানানো লোডশেডিং নেই এমন কথা জানালে তিনি বলেন, হয় কর্তৃপক্ষ প্রকৃত সত্য জেনেও সত্যকে আড়াল করার জন্য এ কথা বলেন না হয় তারা দেখেন না। শুধু উপরেল্লিখিত মানুষ বিদ্যুতের লোডশেডিংয়ের ব্যাপরে প্রায় প্রত্যেক গ্রাহকের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। এ বিষয়ে নেসকোর তত্বাবধায়ক প্রকৌশলী দায়িত্বপ্রাপ্ত শিরিন ইয়াসমিনের কাছে লোডশেডিংয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, লোডশেডিংতো নেই। লাইন সংস্কার বা মেরামতের জন্য কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। রাতেও কি কাজের জন্য বিদ্যুতের লোডশেডিং হয় এমন প্রশ্নের জবাবে তিনি সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, রাতে কোন মেরামতের কাজ হয়না।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST