1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

রাজশাহীতে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

রাজশাহীর বাঘায় বিদেশি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি পিস্তলের ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড ও নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে র‍্যাব-৫ এর এক দল রাজশাহীর বাঘা উপজেলার দেবত্তর বিনোদপুর গ্রাম থেকে এসব জব্দ করে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার আমজাদ আলী (৩১) রাজশাহীর পুঠিয়া উপজেলার রঘুরামপুর শিবপুর এলাকার মৃত মকবুলের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে বাঘার দেবত্তর বিনোদপুর গ্রামে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছেন। খবর পাওয়া মাত্র র‍্যাবের ওই দল বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আমজাদ আলীকে গ্রেপ্তারকরা হয়।

গ্রেপ্তারকৃত ওই যুবকের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও র‍্যাবের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST