নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ উদ্যোগে নগরীতে বুধবার এ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় মেসার্স আকিব ট্রেডার্স, মাস্টারপাড়া, সাহেব বাজার, রাজশাহী এর উৎপাদিত হলুদের গুড়া এর মোড়কে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন ও মূল্য লিখা না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ৪১ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা, সিদ্দিক স্টোর, আর ডি এ মার্কেট, সাহেব বাজার, রাজশাহী এর বিক্রয়কৃত ঘি ও মধু পণ্যের গায়ে উৎপাদন তারিখ,
মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন ও মূল্য লিখা না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ৪১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেসার্স জনি মসলা মিল, মুন্সীডাঙ্গা, রানীবাজার, বোয়ালিয়া, রাজশাহীর উৎপাদিত জিরার গুড়া এর মোড়কে অবৈধ মানচিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারা মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠান থেকে হলুদের গুড়া সংগ্রহপূর্বক লেড এর উপস্থিতি পরীক্ষার জন্য বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী’র পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে।
আর/এস