রাজশাহী মহানগরীতে বাড়ির উপরে উপড়ে পড়েছে একটি বড় গাছ। এ ঘটনায় অল্পের জন্য প্রাণের রক্ষা পেয়েছেন নগরীর বুলনপুর এলাকার রুহুল কুদ্দুস (রেন্টু) নামের এক যুবক ও মা নূরজাহান বেওয়া। হতাহতের ঘটনা না ঘটলেও তিনটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে বাঁধের ধারে থাকা কৃষ্ণচূড়া গাছটি হঠাৎ উপড়ে পড়ে যায়। এ সময় সেই বাড়িগুলোতে কেউ না থাকায় হতাহতের ঘটেনি।
রেন্টু অভিযোগ করে জানান, কোনকিছু বুঝে উঠার আগেই গাছটি বাড়ির উপরে উপড়ে পড়ে যায়। ছোট ছোট যে বাড়ির উপরে গাছটি পড়েছে সেই বাড়িগুলো থেকে কোন কিছু সরানো যায়নি। এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। গাছটি কাটার জন্য রাসিকের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন টুনুকে জানানো হয়েছে।
এস/আর