1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিক্সা দুমড়ে মুচড়ে চালক আহত - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিক্সা দুমড়ে মুচড়ে চালক আহত

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
দুর্ঘটনা : ছবি: প্রতিকি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় অটোরিক্সা দুমড়ে-মুচড়ে গিয়ে চালক গুরুতর আহত হয়েছেন। আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। চালক এখনো জীবিত থাকলেও তার অটোরিক্সাটি পুরোপুরি ভেঙ্গে গেছে।

এ তথ্য নিশ্চিত করে নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান, শনিবার বেলা ১১টার দিকে নগরীর নওদাপাড়া মোড়ে একটি অটোরিক্সা দাঁড়িয়ে ছিল। এ সময় তানোর থেকে নগরীর রেলগেটের উদ্দেশ্যে একটি বাস অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় ও চালক গুরুতর আহত হয়। পরে আহতকে উদ্ধার করে স্থানীয়রা রামেক হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাসটি জব্দ করা হয় ও অটোরিক্সাটিও থানায় নিয়ে যাওয়া হয়। চালক ও হেলপার পলাতক রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST