নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে বাসের চাপায় বাইসাইকেল আরোহী তসলিম উদ্দিন ওরফে তাসু (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর চেকতোলা গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উত্তর বালিয়াঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ তাসু। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া হানিফ পরিবহণের যাত্রীবাহী একটি বাস বৃদ্ধ তাসুকে ধাক্কা দিয়ে
পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন কোন অভিযোগ না করে দাফনের জন্য লাশটি নিয়ে যায়। এ কারণে লাশের ময়নাতদন্ত হয়নি।
এ তথ্য নিশ্চিত করে গোদাগাড়ী থানার ওসি তদন্ত নিত্যপন দাস বলেন, বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছে। পরিবারের লোকজন থানায় অভিযোগ করেনি। তারা অভিযোগ না করায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এস/আর