রাজশাহী মহানগরীর অদূরে কাটাখালীতে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। সংঘর্ষের পর অগ্নিকাণ্ডে এ হতাহতের ঘটনা ঘটেছে। আজ ২৬ মার্চ শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে কাটাখালি থানার সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মতিয়ার রহমান জানান, রাজশাহী থেকে যাত্রীবাহী একটি হানিফ বাস ঢাকার দিকে যাচ্ছিল ও রংপুর থেকে একটি মাইক্রোবাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে মাইক্রোবাসটি
রাজশাহীর কাটাখালি থানার সামনের পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ভিতরেই আগুনে পুড়ে ৬ জন নিহত হয়। তবে কতজন আহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে।
এস/আর