নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে লিচু বাগান থেকে অজ্ঞাতনামা (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হরদারপাড়া এলাকার একটি লিচু বাগান থেকে কাশিয়াডাঙ্গা পুলিশ অজ্ঞাতনামা ওই যুবকের লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে বিষসহ কোমল পানির বোতল উদ্ধার করা হয়।নগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল ইসলাম জানান, শনিবার দুপুরে
হলদারপাড়া এলাকার পুকুরের পাশের একটি লিচু বাগালে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কাশিয়াডাঙ্গা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে কোমল পানিয়র বোতল বিষ পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার মুখ দিয়ে ফেনা বের হওয়া দেখে ধারণা করা হচ্ছে বিষপানে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে লাশ হাসপাতালের হিমাগারে রয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে