ওমর ফারুক :
গত কয়েকদিন ধরেই রাজশাহী মহানগরীসহ এর আশে-পাশের জেলা-উপজেলাগুলোতে হাড় কাঁপানো কনকনে শীত পড়েছে। হিমেল হাওয়ায় কনকনে তীব্র শীতে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান ব্যহত হচ্ছে।
শনিবার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। যার কারণে হত-দরিদ্রসহ সাধারণ মানুষরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন। তীব্র শীতে সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়েছে শিশু ও বৃদ্ধরা। হাঁড় কাঁপানো শীতে এ সময়টাতে শিশু ও বৃদ্ধগণ বিভিন্ন শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে। শীত জনিত রোগে শিশুরা প্রধানত যেসব রোগে আক্রান্ত হচ্ছে সেগুলো হলো নিউমোনিয়া, ডায়রিয়া, খিচুনি ও শ্বাসকষ্ট এবং বৃদ্ধরা শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে শিশু ও বৃদ্ধসহ অন্তত অনেক রোগী ভর্তি হয়েছে।
নগরীর বাস টার্মিনালে ফুটপাতের পাশেই খালি গায়ে শুয়ে থাকা এক নারীর সাথে কথা হলে তিনি বলেন, বাবারে এত ঠান্ডা আর সহ্য করা যাচ্ছেনা। একটা কম্বল পেলেও গায়ে দিয়ে কিছুটা ঠান্ডা থেকে রক্ষা পেতাম। একটা গরম কাপড়ের জন্য জীবনটা এবার গেল মনে হয়।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, শনিবার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয় । সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ ও সন্ধ্যা ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৭২ শতাংশ। তাপমাত্রার পরিমাণ আরো কমতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র আরো জানায়।
খবর২৪ঘণ্টা/এমকে