নিজস্ব প্রতিবেদক :
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সার্বিক পৃষ্ঠপোষকতায় আগামী মার্চ মাসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্ণাঢ্য এই উৎসব আয়োজন উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেলে শাহ মখদুম কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।আগামী মার্চ মাসে বর্ণাঢ্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংষ্কৃতিক উৎসব উপলক্ষ্যে শুক্রবার বিকেলে শাহ মখদুম কলেজে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জানানো হয়, উৎসবে ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকার প্রতিনিধিসহ দেশের গুনী শিল্পী, বুদ্ধিজীবী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুনীজনেরা অংশ নেবেন। এই উৎসবের প্রধান পৃষ্ঠপোষক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক আবুল হোসেন, কবিকুঞ্জের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামানিক, কবিকুঞ্জের সাধার সম্পাদক কবি আরিফুল হক কুমার, শিক্ষাবিদ দ্বীজেন্দ্রনাথ ব্যানার্জী, রাবির সাবেক ছাত্র উপদেষ্টা
অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তপু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলিপ কুমার ঘোষ, রাজশাহী ফ্লিম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, অধ্যক্ষ আমিনুর রহমান, অধ্যক্ষ রেজাউল ইসলাম প্রমুখ। এদিকে, এই উৎসব উপলক্ষ্যে উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন ভাষা সৈনিক আবুল হোসেন এবং সদস্য সচিব কবিকুঞ্জের সাধার সম্পাদক কবি আরিফুল হক কুমার।
খবর ২৪ ঘণ্টা/আর