নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা নতুনপাড়া নবকল্যাণ সংঘে কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল আলম পচার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শাহ্মখদুম থানা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসকান আলী। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মাজেদা বেগম বুড়ি, শাহমখদুম থানা আ’লীগের কোষাধ্যক্ষ কাওসার রহমান, আ’লীগ নেতা রফিকুল ইসলাম পটল, নাজিম উদ্দিন বুলু, ইঞ্জি: হাসানুজাম্মান রনি, আনাম ইকবাল রোমেল, আদনান, ফেরদৌস আহমেদ সুজন, মাওলানা দেলোয়ার হোসেন, রহমত উল্লাহ খাঁন, আবু তাহের, ওমর আলী, মুজাহিদ হোসেন। আরো উপস্থিত ছিলেন, জয় সরকার, ফারুক আলম পাপ্পু, আনিসুর রহমান স্বপন, নাসির উদ্দিন, পারভেজ, সাগর, সামীম রেজা, আনোয়ার হোসেন, পোপেল, সোহেল, হিমেল, রোহাত হোসেন, ইমরান আলী লালন, মনিরুল ইসলাম মনা, মেহেদী হাসান, হাসনাথ, সামির হাসান ও মনিরুজ্জামান আনিস প্রমূখ। অননুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন, ১৮নং ওয়ার্ড বাংলাদেশ আনসার ও ভিডিপির দলনেতা প্রতিষ্ঠাতা ও সভাপতি সার্বজনীন সমাজ কল্যাণসংস্থা এবং শাহ্মখদুম এ্যাঞ্জেল নৈশ্য বিদ্যালয়ের পরিচালক মোহন আলী। মেডিকেল ক্যাম্পে ৯০০ জনের ব্লাড গ্রুফিং ও স্বাস্থ্য সেবা নির্নয় করা হয়। সহযোগিতা করে বর্ণমালা।
খবর ২৪ ঘণ্টা/আর