করোনা মহামারিতে সর্বসাধারণের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে স্থায়ী ফ্রি মাস্ক বিতরণ বুথের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরী এলাকায় শতভাগ মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষে আরএমপি’র উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্টে এর উদ্বোধন করেন আবু কালাম সিদ্দিক।
আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া), তৌহিদুল আরিফসহ আরএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ। পর্যাক্রমে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই বুথ স্থাপন করা হবে।
এস/আর