রাজশাহীর চারঘাটে ফেন্সিডিলসহ আতিকুজ্জামান (২৬) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটক যুবক চারঘাট উপজেলার চন্দশহর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। আজ বুধবার বিকেলে চারঘাট উপজেলার চন্দ্রশহর থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি বিশেষ দল কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি এ,কে,এম এনামুল করিম এর নেতৃত্বে রাজশাহী জেলার চারঘাট থানাধীন চন্দ্রশহর কায়পাড়া গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে আতিকুজ্জামানকে ১৬ বোতল ফেন্সিডিল ও হাসুয়াসহ আটক করে। ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা দায়ের করা রয়েছে।
এস/আর