নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ২০০ বোতল ফেন্সিডিলসহ কাওছার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাজপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নগরীর ডিঙ্গাডোবা নিমতলার মোড় থেকে তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী অটোরিক্সায় করে বস্তার মধ্যে ভরে ফেন্সিডিল নিয়ে যাচ্ছিলো। সে তানোর উপজেলার মেহের শেখের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন
সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই শরিফুল ইসলাম নগরীর ডিঙ্গাডোবা মোড় সংলগ্ন নিমতলা মোড়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কাওছারকে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজপাড়া থানার এসআই শরিফুল ইসলাম বলেন, ২০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তবে দু’জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আর/এস