নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় ১০০ বোতল ফেন্সিডিলসহ উজ্জল হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী পবা উপজেলার কানপাড়া গ্রামের ফজলুর হকের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি রাজশাহী
মহানগর বেলপুকুর থানাধীন আগলা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী উজ্জল হোসেন কে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর বেলপুকুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে