নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে ১০০ বোতল ফেন্সিডিলসহ ভারতের নাগরিক মাদক ব্যবসায়ী সুনিল মন্ডলকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুর আড়াইটার দিকে পবা উপজেলার মাজারদিড়ার এলাকার মধ্য চরের হাজির বাতান এলাকা থেকে তাকে আটক করে। তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি-১ এর মাজারদিয়াড় কম্পানী কমান্ডার সুবেদার রফিকুল
ইসলাম। তিনি জানান, আটক সুনিল মন্ডলের বাড়ি ভারতের মুরশিদাবাদ জেলার রাণীনগর থানার বডারপাড়া গ্রামে। সুনিল দীর্ঘদিন যাবৎ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তাকে ধরতে বেশ কিছুদিন থেকে বিজিবি কাজ করছে। সুবেদার রফিকুল ইসলাম বলেন, ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে মধ্য চরের হাজির বাতান এলাকায় সুনিল অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক সুনিলকে গ্রেপ্তার করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর