নিজস্ব প্রতিবেদক :
৫৭ তম ব্যাচের নব-নিযুক্ত ফায়ারম্যানদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: হামিদুল হক। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক আব্দুর রশিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবনার সহকারী পরিচালক
মো: সাইফুল ইসলাম, বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: আনিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাটোরের উপসহকারী পরিচালক মো: আসাদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপসহকারী পরিচালক এ.কে.এম মুরশেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম। প্যারেড কমান্ডার ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর
দপ্তরের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো: ফারুক। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে রুপান্তরিত হবে বাংলাদেশ। আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ অনেক উন্নয়ন হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবক্ষেত্রে উন্নয়ন করছেন।
আর/এস