নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর গুড়িপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে ৬৪ জন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত গুড়িপাড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৫ রাজশাহী।
এ তথ্য নিশ্চিত করে র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম জানান, বুধবার বেলা ১১টা থেকে রাজশাহী মহানগরীর গুড়িপাড়া এলাকায় তাঁর নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালায়। অভিযান চালিয়ে তারা প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ৬৪ জনকে আটক করে।
আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।
আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। এরমধ্যে ৫৬ জনকে চার মাসের কারাদ-, ৮ জনকে একমাসের কারাদ- ও ৬ জনকে জরিমানা করা হয়েছে। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে তিনি আরো জানান।
খবর২৪ঘণ্টা/এমকে