নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে মাদক বিরোধী অভিযানে ২৯ জন মাদকসেবীকে বিভিনন্ন মেয়াদে জেল জরিমানা দেওয়া হয়েছে।
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এবং রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমন্বয়ে গঠিত একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল ১৪ জুলাই নগরীর কাশিয়াডাংগা থানাধীন গুড়িপাড়া মোড় এলাকায় অভিযান অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ২৯ জন মাদক সেবককে গাঁজাসহ আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে ১০ জন আসামীকে ১ বছর, ১৬ জন আসামীকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড, ১ জন আসামীকে ৫০০ টাকা, ১জন আসামীকে একহাজার টাকা, এবং ১ জন আসামীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। কারাদন্ডপ্রাপ্ত আসামীদেরকে আইনানুগভাবে রাজশাহী জেলা কারাগারে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামত ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে