নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রকাশ্যে দিবালোকে স্বর্ণের চেন ছিনতাই করে পালাতে গিয়ে রতন শেখ (২৮) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে নগরীর বর্ণালীর মোড় এলাকা থেকে আটক করা হয়। আটক ছিনতাইকারী নগরীর খরবোনা নদীর পাড় এলাকার মৃত বুদুর ছেলে। নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানানো হয়, ২৭ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এক নারী তার পাঁচ বছর বয়সি মেয়েকে নিয়ে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে বর্ণালী মোড় হতে নগরভবনের দিকে যাচ্ছিলেন।
পথে দুই জন ছিনতাইকারী ওই নারীর মেয়ের গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় অটোরিক্সায় থাকা মহিলা চিৎকার করে উঠলে বর্ণালী মোড়ে কর্তব্যরত এটিএসআই আসাদুজ্জামান দৌড়ে ছিনতাইকারী রতন শেখকে ধরে ছিনতাইকৃত স্বর্ণের চেইনটি উদ্ধার করেন। এ সময় আশে পাশের জনগনও সহযোগিতার জন্য এগিয়ে আসেন। অপর ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরে তাকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। পলাতক ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। পরে উদ্ধারকৃত স্বর্ণের চেইনটি ওই নারীর কাছে হস্তান্তর করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে