নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার ধর্মহাটা এলাকায় প্রকাশ্য দিবালোকে বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় দায়ের হওয়া মামলায় আসামী মিনারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার থানা পুলিশ তাকে আটক করে। গ্রেফতারকৃত আসামী ওই এলাকার জেলাল উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করে আরএমপির কর্ণহার থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার তুহিন বলেন, শ্লীলহানির চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় মিনারুলকে গ্রেফতার করা
হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হবে। উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বেলা ১১টার দিকে গত ৮ মাস আগে বিয়ে হওয়া গৃহবধূ নিজ বাড়িতে একা ছিলেন। এ সময় মিনারুল বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ওই গৃহবধূর শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা করে। এরপর ওই গৃহবধূ চিৎকার দিলে মিনারুল পালিয়ে যায়। পরে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই গৃহবধূর স্বামী পেশায় একজন দিনমজুর।
আর/এস