নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন রাজশাহী ও বিএসটিআই, রাজশাহীর যৌথ উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইনে এ জরিমানা করা হয়। নগরীর ভদ্রা এলাকায় অবস্থিত মেসার্স আঃ সালাম এন্ড সন্স ফিলিং স্টেশনে পেট্রোল ডিসঃ ইউনিটটি ত্রæটিপূর্ণ থাকায় ২ হাজার টাকা এবং সাহেব বাজারে অবস্থিত ফিরোজা জুয়েলার্সকে ত্রæটিপূর্ণ পরিমাপে লেনদেনের দায়ে আরো ২ হাজার টাকা জরিামানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার
কাউছার হামিদ। অভিযানে সহযোগিতা করেন, পরিদর্শক মেট্রোলজি) মোন্নাফ হোসেন, সহঃ পরিচালক (মেট্রোলজি) ও কামরুল পলাশ। এছাড়াও বিএসটিআই, রাজশাহীর উদ্যোগে রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স টীমের অভিযানের মাধ্যমে ২টি জুয়েলারী দোকানে অবৈধভাবে ভরির ব্যবহার এবং ৫টি কাপড়ের দোকানে অবৈধভাবে গজ ও কাঠির ব্যবহারের দায়ে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর আওতায় নিয়মিত ৭টি মামলা দায়ের করা হয়।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।