রাজশাহী মহানগরে জামায়াত–শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াতের নায়েবে আমিরসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত থেকে সকাল পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আরেফিন জুয়েল।
গ্রেপ্তারকৃতরা হলেন, শাহমুখদুম থানার জামায়েতের নায়েবে আমির হাফিজুর রহমান (৬০) ইদুল হোসেন (৪৫) আবুহেনা মোঃ আহসান উদ্দিন (৩৮) মোঃ শিমুল (২৬) মোহাম্মদ হোসাইন রিফাত (২১) ও বাকি উল্লাহ (৫৭)।
আহত দুই পুলিশ সদস্যরা হলেন, রাজশাহী নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু হায়দার ও কনস্টেবল আহাদ।
গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে নগরের নিউমার্কেটের পাশ থেকে জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এর কিছুক্ষণ পরই পুলিশের উপর হামলার ঘটনা ঘটে।
বোয়ালিয়া জোনের ডিসি আরেফিন জুয়েল জানান, জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল বের করেছিল। খবর পেয়ে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গিয়ে জামায়াত-শিবিরের ইটপাটকেল হামলার শিকার হন। হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় থানায় মামলার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযানে পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে জামায়াতের আমিরসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা রজু করা হয়েছে।