নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। এরমধ্যে বোয়ালিয়া মডেল থানা ১ জন, পবা থানা ১ জন ও কাশিয়াডাঙ্গা থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। পবা থানা পুলিশ মানিক (৪৫)কে ১ টি গাঁজার গাছ, ওজন ৫০০ গ্রাম সহ আটক করে। এদিকে, রাজশাহী জেলা পুলিশের অভিযানে আরো ১০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১
জন, মোহনপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ১ জন, বাগমারা থানা ৪ জন, চারঘাট মডেল থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ২ জনকে মাদকদ্রব্যসহ ৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। গোদাগাড়ী মডেল থানা পুলিশ নাহিদ হোসেন (২৭) কে ১৫বোতল ফেন্সিডিলসহ আটক করে। বাগমারা থানা পুলিশ আবু বক্কার (৫২) কে ২৫ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে ।
এমকে