রাজশাহী মহানগরীতে ১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের যানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জ পুলিশ। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ১০টার দিকে আরএমপি পুলিশ লাইন্সের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক
অর্পণ ও ১ মিনিট নিরবতা পালনসহ নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামণায় দোয়া করা হয়। পরে আরএমপি’র পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ও বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএম। সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)। সভায় আরও উপস্থিত ছিলেন, র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি, জি, আর্টিলারি, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম প্রমুখ।
এস/আর