নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর অদূরে পিকাপ থেকে কোটি টাকা মূল্যের ১ কেজি ৩০ গ্রাম হেরোইন ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার বাদুরিয়া গ্রামের মৃত মইনুলের ছেলে টিপু সুলতান (৪০) ও নাটোর জেলার লালপুর থানার মৃত সেকেন্দার আলীর ছেলে রবিউল ইসলাম (৪৫)। গত রোববার ২৪ জানুয়ারী রাত পৌণে ১০টার দিকে বেলপুকুর থানার বাইপাস গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বাইপাস গোলচত্ত¡রস্থ বিসমিল্লাহ ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ১ কেজি ৩০ গ্রাম হেরোইন, ২৮ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ী রবিউল
ইসলাম ও টিপু সুলতানকে আটক করে। আটক মাদক ব্যবসায়ীরা হেরোইন ও ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে নাটোর জেলার উদ্দেশ্যে যাওয়ার সময় র্যাবের হাতে আটক হয়। আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর