নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে জিআই পাইপের মধ্যে ভরে হেরোইন নিয়ে যাওয়ার সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, বাবু হোসেন ওরফে তোতা ও আশিকুল ইসলাম (২২)। বোয়ালিয়া থানার এসআই আব্দুল মতিন সঙ্গিয় ফোর্সসহ তাকে নগরীর বাস টার্মিনাল এলাকা থেকে আটক করে। থানা সূত্রে জানা গেছে, পুলিশের হাতে আটক বাবু ও আশিক চাঁপাইনবাবগঞ্জ থেকে জিআই পাইপ ও লোহার অংশ দিয় তৈরি হাতুড়ীর প্যাচ
সংযুক্ত বাটের মধ্যে অভিনব কায়দায় হেরোইন ভরে যাত্রী বেশে ঢাকায় নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানতে পেরে তাদের কাছ থেকে ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করে ও তাদের দুইজনকে আটক করে। উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আর/এস