নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সিটি হাট এলাকায় পাঁচটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানগুলো পুড়ে যায়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হোটেল মালিক ইউনুসের রান্না চুলা থেকে এই আগুন লাগে।
জানা গেছে, রাজশাহীর সিটি হাট এলাকার হোটেলগুলোতে রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী সদর ফয়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, ইউনুসের রান্না চুলার উপরে খড়ি শোকাতে জন্য দিয়ে । এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় দুজন মালিকের পাঁচটি হোটেল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এমকে