নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে পাঁচদিনব্যাপী ওয়ান ব্যাংক পুষ্প মেলা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগরীর সিএনবি মোড়ে এ পুষ্প মেলা উদ্বোধন করা হয়। মেলায় বৈকালী সংঘের সভাপতি এ ওয়াই এম মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার অর্থ ও প্রশাসন সুজায়েতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ওয়ান
ব্যাংকের উপমহাব্যবস্থাপক ওয়াকার হাসান। পুষ্প মেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবছর বৈকালী সংঘ ওয়ান ব্যাংকের সহযোগিতায় এ মেলার আয়োজন করে আসছে। মেলা উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়। সকাল থেকে রাত পর্যন্ত এ মেলা খোলা থাকবে। মেলায় বাহারি ধরনের ফুল পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ জানান।
আর/এস