নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে রেডা ৩য় আবাসন মেলা-২০২০ এর উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের গ্রিনপ্লাজায় রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন মেয়র। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেরন, রেডা‘র সাধারণ সম্পাদক মিজানুর রহমান। রেডা সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান আনওয়ার হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ সভাপতি মনিরুজ্জামান মনি। মেলায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় ৪৪টি স্টল বসেছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন মেয়র ও অতিথিবৃন্দ।
এস/আর