নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে পরিবার পরিকল্পনা বিষয়ে মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার তিকে নগর ভবণের গ্রীণ প্লাজায় জেলা পর্যায়ের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন (এসবিসিসি) এ মেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। নুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা পরিবার পকিল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. নাসিমা আখতার।
রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনার যুগ্মসচিব ও পরিচালক মলয় কুমার রায়।
আরো উপস্থিত ছিলেন, এডিএম সুব্রত পাল, এডিসি আরসিভি সাবেত আলী, এডিসি শিক্ষা নাসিমা খাতুন। পরিবার পরিকল্পনা বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে