নিজস্ব প্রতিবেদক: সরকারী নিষেধাজ্ঞা অম্যান্য ও সামাজিক দূরত্ব না মেনে জনসমাগম করে করে রাসিকের ৩নং ওয়ার্ডের নারী পুরুষদের ভাটাপাড়াস্থ নিজ বাড়িতে ডেকে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ত্রাণ বিতরণ করেন জোন-২ (৩,৫,৬) এর সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা। সরকার যেখানে মানুষের জটলা এড়াতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন সেখানে তিনি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের মত করে বাড়ির ভিতরে ত্রাণের চাল রেখে এভাবে রাস্তা বন্ধ করে কোন প্রকার সামাজিক দুরত্ব বজায় না রেখে জটলা পাকিয়ে ত্রাণ বিতরণ করেন। এ নিয়ে ত্রাণ প্রাপ্ত মানুষ ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ-অসন্তোষ দেখা যায়। জানতে চাইলে নাদিরা বলেন, এভাবেই ত্রাণ প্রদান করা হবে। ৩নং ওয়ার্ডে না গিয়ে ৬নং ওয়ার্ডে নিজ বাড়িতে জনগণকে
ডেকে ত্রাণ প্রদান বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তার ইচ্ছা। তিনি যেভাবে মনে করেন সেভাবেই প্রদান করবেন। উল্লেখ্য, তিনি এখানে ৩০০ জন নারী পুরুষকে ডেকে ত্রাণ বিতরণ করেন। অথচ জনসমাগম এড়াতে বাড়িতে বাড়িতে যেয়ে ত্রাণ প্রদানের নিদের্শনা রয়েছে। সম্ভব না হলে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ করার কথা বলা
হয়েছে। এদিকে, স্থানীয়রা কাউন্সিলরের এই কার্যক্রমে ক্ষীপ্ত হয়ে গেছেন। তারা বলেন, সারা বিশ্বব্যাপি করোনাভাইরাস এর কারনে লক্ষ লোক মারা যাচ্ছে। লক্ষ লক্ষ লোক প্রতিদিন আক্রান্ত হচ্ছে। বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে রোগির সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হার। গতকাল পর্যন্ত দেশে সর্বমোট ৫৯১৩ জন আক্রান্ত হয়েছে। এই
সংক্রমণ ঠেকাতে সরকার হাজার হাজার কোটি টাকা লোকসান করছেন। সাধারণ জনগণ এটা সাফার করছেন। রোজা চলছে, সামনে ঈদ আসছে, নিত্যপণ্য ছাড়া নেই কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলা। ঘুরছে না কোন যানবাহনের চাকা। সরকারের একজন হয়ে তারমত মানুষ এমন দায়িত্বহীনতার কাজ করবেন ভাবতেও পারছেন না তারা। তার এই ধরনের কার্যক্রমে এলাকা ঝুঁকির মধ্যে পড়ছে উল্লেখ করে এই ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর প্রতি দাবী জানান এলাকাবাসী।
এ বিষয়ে ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুর নিকট জানতে চাইলে তিনি বলেন,
নাদীরাও একজন কাউন্সিলর। তিনি সরকারী সব ধরনের নিয়ম কানুন জানেন। সব জেনে যদি এর রকম করেন তাহলে এটা দু:খজনক। তার নিজ বাড়ির সামনে হওয়ায় তিনি এটা দেখেছেন বলে জানান টুকু। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ শাহাদত খান বলেন, কাউন্সিলর ত্রাণ প্রদান বিষয়ে থানাকে অবগত করেন নি। বিধায় তিনি এবিষয়ে জানেন না। বড় ধরনের সমাগম কোন ভাবেই করা যাবেনা। আর একজন কাউন্সিলর তাদের না জানিয়ে এভাবে ত্রাণ প্রদান করবেন এটা কিভাবে সম্ভব। বিষয়টি তিনি গুরুত্বের সাথে দেখছেন এবং ব্যবস্থা নিচ্ছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।