নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর অদূরে কাটাখালিতে কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাসকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আরএমপির কাটাখালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে আটক করে। তিনি কাটাখালি থানাধীন শ্যামপুর নতুনপাড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে ও কাটাখালি আদর্শ কলেজের ভ‚গোল বিষয়ের প্রভাষক। তার বিরুদ্ধে কাটাখালি
থানায় যৌন হয়রানির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন একই থানার চকবেলঘরিয়া গ্রামের শাহিন আলীর স্ত্রী রেহেনা বেগম। তিনি তার কলেজ পড়–য়া মেয়ে পুষ্পা আক্তারকে যৌন হয়রানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কাটাখালি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা দায়ের হওয়ার পরপরই তাকে তার নিজ বাড়ি থেকে
আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করে ও মামলার এজারের বরাত দিয়ে আরএমপির কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান বলেন, কাটাখালি আদর্শ কলেজের ছাত্রী পুষ্পা আক্তারকে ওই কলেজের ভ‚গোল বিষয়ের শিক্ষক ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম মোবাইল ফোনে ও সরাসরি যৌন হয়রানি করেছেন বলে থানায় তার মা রেহেনা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, তার মেয়েকে শিক্ষক সিরাজুল বিভিন্ন সময় মোবাইল ফোনে কল দিয়ে কু-প্রস্তাব
দিতো ও বিভিন্ন ধরণের অশ্লীল কথাবার্তা বলতো। এরপর গত জুলাই মাসের ২২ তারিখ সিরাজুল ওই কলেজ ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করেন। বিষয়টি ওই ছাত্রী তার মাকে বলে দেয়। কিন্তু লোকলজ্জার ভয়ে তারা কাউকে কিছু না বলে চুপ থাকে। এরপর পরিবারের অন্যান্য সদস্যের সাথে আলাপ-আলোচনা করে বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে কাটাখালি থানায় একটি
যৌন হয়রানির মামলা দায়ের করে। মামলা দায়ের হওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে আটক করা হয়। তাকে বিএনপি নেতা হিসেবে আটক করা হয়নি। তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।
আর/এস