নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে নিরাপদ সড়ক চাই নিসচার উদ্যোতে জনসচেনতামূলক প্রচারণা চালানো হয়েছে। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে এ প্রচারণা চালানো হয়। “নিরাপদ সড়ক চাই” (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকায় সড়ক দূর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার কর্মসূচী পরিচালনা করা হয়। নিসচা’র রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটু , সহ-সভাপতি- ওয়ালিউর রহমান বাবু
ও নিসচা’র রাজশাহী জেলা শাখার সদস্যগণ কার,মাইক্রোবাস, মোটর সাইকেল,অটো রিকসা, ইজি বাইক ইত্যাদি যানবাহনের ড্রাইভার ,যাত্রী ও পথচারীদেরকে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং তাদেরকে জেব্রা ক্রসিং ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব সম্পর্কে বর্ণনা ও সচেতনতামূলক নির্দেশনা দেন। উক্ত প্রচার কার্যক্রমে আরও অংশগ্রহণ করেন নিসচা’র রাজশাহী কার্যকরী সদস্য অধ্যক্ষ সিরাজুল ইসলাম,সাধারণ সদস্য তমাল, রিফাত, সাগর,হাসিবুল প্রমুখ।
খবর ২৪ ঘণ্টা/এমকে