নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর ধরমপুর তাতিপাড়া এলাকায় আকিকার মাংস ভাগাভাগি নিয়ে ছেলের সাথে মায়ের কথা কাটাকাটির সময় প্রতিবেশী যুবক বাধা দিতে গিয়ে নারীর লাঠির আঘাতে ইসমাইল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ইসমাইল হোসেন ওই এলাকার বাসিন্দা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। তবে আজ ২ এপ্রিল রাত সোয়া ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রিনা বেগম নামের ওই নারীকে আটক করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক রিনা ওই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, শুক্রবার দুপুরে আকিকার মাংস ভাগাভাগি নিয়ে রিনার সাথে তার ছেলের কথা কাটাকাটি হয়। এ সময় ইসমাইল নিষেধ করলে রিনা বেগম ইসমাইলকে লাঠি দিয়ে আঘাত করেন। ওই আঘাতে ইসমাইলের মাথায় আঘাত পেয়ে আহত হন।
পরে তাকে রামেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে (কার্ডিওলজি বিভাগে) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে ইসমাইল মারা যান। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হ।
এমকে