নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা পৌনে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী চেম্বার ভবনের সভাকক্ষে নিউজ নেটওয়ার্কের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রথম আলোর রাজশাহীস্থ নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেয়েরা নিজ পরিবারে মায়ের কাছ থেকেই প্রথমত বৈষম্যের শিকার হয়। ছেলেমেয়ে উভয় সমান।
ভালকিছু সব ছেলেদের জন্য রাখে। অথচ হযরত মুহম্মদ (স) মেয়েদের সর্বোচ্চ অধিকার দিয়েছেন। নারীর মর্যদার ব্যাপারে গুরুত্বও দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রীও নারীদের অধিকার ও ক্ষমতায়নের ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন। তাই পুরুষদের উচিত নারীদের অধিকারের ব্যাপারে সচেতন হওয়া। কর্মশালায় আরো বক্তব্য দেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সানসাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল। কর্মশালায় নিউজ নেটওয়ার্কের মানবাধিকার সাংবাদিকতায় ফেলোশিপে অংশগ্রহণকারী ২০ জন নারীসহ বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডরস ফোরামের রাজশাহী জেলা ককাসের অন্য সদস্যরা অংশ নেন। কর্মশালায় নারীদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদানে বিভিন্ন সেশনে বক্তব্য দেন নিউজ নেটওয়ার্কের সিইও ও সম্পাদক মো. শহীদুজ্জামান। সার্বিক সহযোগীতা করেন নিউজ নেটওয়ার্কের কর্মসূচি বিশেষজ্ঞ রেজাউল করিম।
খবর২৪ঘণ্টা/এমকে