নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কলেজ অডিটরিয়ামে বোয়ালিয়া বিভাগ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহী কলেজ, এর আয়োজনে ছেলেধরা গুজব ও গণপিটুনি, মাদক, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন বিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী কলেজের অধ্যক্ষ মহা. হাবিবুর রহমান সভাপতিত্বে আরএমপি’র পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অন্যান্যের মধ্যে রাজশাহী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দা নীলুফার ফেরদেস,
রাজশাহী কলেজের উপাধ্যক্ষ আব্দুল খালেক, বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার আমির জাফর বিশেষ অতিথি ছিলেন। প্রধান অতিথি বলেন, ছেলেধরা সংক্রান্ত গুজব সৃষ্টির মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন ঘটাতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রত্যেককে সর্তক থাকতে হবে। তিনি বলেন, এ বিষয়ে জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং, মসজিদের ইমামের মাধ্যমে গুজব না ছড়ানো সংক্রান্ত বক্তব্য রাখা, অভিভাবকদের সচেতন থাকতে
এবং গুজবে কান না দেওয়ার কথা বলে ছেলে-মেয়েরা কখন কোথায় যায় সে বিষয়ে অভিভাবকদের নজর রাখতে বলা হয়েছে। তিনি গুজবের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকার নিদের্শনা প্রদান করেন।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।