1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন মাদক বিরোধী সভা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন মাদক বিরোধী সভা

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে নারী ও শিশু নির্যাতন এবং মাদক-সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নওহাটা সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম ক্রাইম ডিভিশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এবং কমিউনিটি পুলিশিং সংক্রান্তে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম । এছাড়া উপস্থিত ছিলেন ডিসি (শাহমখদুম) মোহাম্মদ হেমায়েতুল

ইসলাম, এডিসি (শাহমুখদুম) জনাব তরিকুল ইসলাম (পুলিশ সুপার)। পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বর্তমানে জনসংখ্যার বোনাসকাল চলছে, অর্থাৎ আমাদের জনসংখ্যার সিংহভাগ হচ্ছে কর্মক্ষম যুবশক্তি, প্রশাসনসহ সমাজের সকল স্তরের প্রতিনিধির দায়িত্ব এই যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা। এছাড়া সাম্প্রতিককালে স্কুল-কলেজের ইউনিফর্ম পরিহিত ছেলেমেয়েদের স্কুল টাইমে বাইরে ঘোরাফেরার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কমিশনার মহোদয় বলেন এ বিষয়ে পুলিশ ব্যবস্থা নিবে, তবে মূল ভূমিকা রাখতে হবে অভিভাবক ও শিক্ষকদের। নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ সংক্রান্ত কোন তথ্য জানতে পারলে তাৎক্ষণিক সে

তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান ও জঙ্গী প্রতিরোধে ভাড়াটিয়ার তথ্য পুলিশকে দেয়ার বিষয়ে সচেতন হওয়া এবং ভাড়াটিয়া তথ্য ফরম যথাযথভাবে পূরণসহ সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার বিষয়ে সকলকে আহবান জানান এবং সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে “পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে” এই গুজব সংক্রান্তে সর্ব সাধারণকে সচেতন করতে এলাকার জনপ্রতিনিধি, সুধীসমাজ, কমিউনিটি পুলিশিং এর প্রতিনিধিকে ঘরোয়া বৈঠকের আয়োজন, মসজিদের ইমামকে গুজব ও বিভ্রান্তি সৃষ্টি রোধকল্পে বক্তব্য প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের স্কুল ছুটির পরে নিরাপদে স্কুল থেকে অভিভাবকের কাছে তথা বাসায় ফেরা, ফেইসবুকে গুজব শেয়ার করে ভাইরাল না করার জন্য অনুরোধ করে সভার পরিসমাপ্তি ঘোষণা করেন।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team