নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস আক্রান্ত শঙ্কায় রাজশাহী মহানগর ও জেলায় নতুন করে আরো ৬৭ জনসহ ৩৬৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলার নয়টি উপজেলায় ৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এখন রাজশাহীর বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৬৩
জন। ৩৬৩ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৬৬ জন, বাঘা উপজেলায় ৩০ জন, চারঘাট উপজেলায় ২৫ জন, পুঠিয়া উপজেলায় ৭৮জন, দুর্গাপুর উপজেলায় ৫৬ জন, বাগমারা উপজেলায় ০ জন, মোহনপুর উপজেলায় ০ জন, তানোর উপজেলায় ১০৮ জন,
পবা উপজেলায় ০ জন ও গোদাগাড়ি উপজেলায় ০ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে ১১৫৮ জন। এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১৫২১ জন। আজ রোববার রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত রাজশাহীতে ৪ জন করোনা রোগী আক্রান্ত হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।