নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে মোট ৭৭ জনকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে নগর ও জেলা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নগর পুলিশের অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৪ জন, কাটাখালি থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন,
শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, রাজশাহী পুলিশের অভিযানে আরো ৪৫ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের সিনিয়র এএসপি সদর আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা পুলিশের ৮টি থানা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে