নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের নির্বাচনী কার্যালয় ভাংচুর, যুবদল কর্মীকে হুমকি ও নারী কর্মীদের ভিডিও করে লাঞ্ছনার অভিযোগ নৌকা প্রতীকের কর্মীদের বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে রোববার নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী প্রধান এজেন্ট এ্যাড. তোফাজ্জল হোসেন তপু।
অভিযোগে বলা হয়, গতকাল ১৪ জুলাই বিকেল ৪টায় রাসিকের ২৩নং ওয়ার্ড আমানা টাওয়ারের পাশে বোষপাড়া পুরাতন পুলিশ ফাঁড়ির মাঠ সংলগ্ন ধানের শীষের নির্বাচনী কার্যালয়ের লাইট, ত্রিপাল, বাঁশ ও ৩টি চেয়ার ভাঙ্গচুর করে এবং একই ওয়ার্ডে যুবদলের সভাপতি নান্নুর বাসায় গিয়ে হুমকী প্রদর্শন করে নৌকা প্রার্থীর কর্মী সমর্থকরা।
একই তারিখ আনুমানিক রাত ১১টার দিকে নগরীর হাদীর মোড় খাদেমুল ইসলাল মসজিদের সামনে বিএনপি’র নির্বাচনী কার্যালয় আওয়ামী লীগের লোকজন ধানের শীষের সমর্থকদের হুমকী দেয়, সেইসাথে কার্যালয়ের চেয়ার লাথি মেরে ভাঙ্গচুর করে এবং এই অবস্থায় বিএনপি’র নেতাকর্মী জীবনের নিরাপত্তার স্বার্থে স্থান ত্যাগ করে। পরে পুলিশ এসে কার্যালয়ে তালা বন্ধ করে দেয়। ইহাতে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে। এমতাবস্থায় কোন প্রকার ধানের শীষের পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
১৫ জুলাই আনুমানিক রাত ২টার দিকে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে এসে নগরীর ২৫নং ওয়ার্ড নির্বাচনী কার্যালয় ভাঙ্গচুর করে। ১১, ১২ ও ১৩ ওয়ার্ড বিভিন্ন এলাকায় ধানের প্রতীকের পক্ষে প্রচারণার সময় মহিলা কর্মীদের ভিডিও ও লাঞ্চিত করা হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সুষ্ঠ নির্বাচনী পরিবেশ সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য দাবি জানানো হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে