নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন রাজশাহী-২ সদর আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। শনিবার নগরীর ৩০ ওয়ার্ড দক্ষিণে গণসংযোগ করেন তিনি। সেনাবাহিনী মাঠে নামলে নির্বাচনী পরিস্থিতি পাল্টে যাবে। তখন সরকারী দলীয় প্রার্থী ও তাদের ক্যাডার ও সন্ত্রাসীরা ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকদের উপর কোন প্রকার নির্যাতন ও অত্যাচার করতে পাববে না। রাজশাহীতে ধানের শীষের জোয়ার বইছে। এই জোয়ারে নৌকা কোথাও স্থান পাবেনা। নির্বিগ্নে নেতকর্মী ও সমর্থকদের মাঠে থেকে নিবর্চান করার আহবান জানান তিনি। রাজশাহীর সকল স্থানে একটাই রব শুধু ধানের শীষ। সাধারণ ভোটারগণ ভোট প্রদানের জন্য ৩০ তারিখের অপেক্ষায় রয়েছে বলে জানান মিনু। বর্তমান রাজশাহীর নৌকার মাঝি রাজশাহীর জন্য কোন প্রকার উন্নয়ন করেনি। যেগুলো তিনি বলে বেড়াচ্ছেন সেগুলো বিএনপি’র আমলে হয়েছে। সেইসাথে তাঁর গ্রহনকৃত প্রকল্পগুলো পরবর্তী মেয়রগণ বাস্তবায়ন করেছে। সিটির উন্নয়নে মেয়রগনের ভূমিকা হচ্ছে প্রধান। রাজশাহী শহর রক্ষা বাঁধ, সিটি বাইপাস, অন্যান্য রাস্তা প্রসস্থকরণ, ওয়াসা স্থাপন, আধুনিক রেলওয়ে ষ্টেশন, রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন সার্ভিস চালু, ষ্টেডিয়ামগুলোকে
আন্তর্জাতিক মানের করা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য দশতলা ভবন নির্মান, পানি ও পয়নিস্কানের জন্য প্রসস্থ ড্রেন নির্মান, সিটি হাট প্রতিষ্ঠা, নতুন বাস টার্মিনাল নির্মান, আমচত্বর, আধুািনক বড় মসজিদ নির্মান, আরডিএ ভবন ও আদালত ভবন নির্মান, গ্যাস সংযোগসহ সকল প্রকার উন্নয়ন তিনি করেছেন। সেইসাথে রাজশাহীকে গ্রিন সিটি, ক্লিন সিটি হেলদি সিটি, এডুকেশন সিটি ও নিরাপদ সিটি হিসেবে তিনি গড়ে তুলেছেন। এর জন্য সিটি কর্পোরেশন পুরস্কারও লাভ করেছে। এছাড়াও অসামাজিক কাজে লিপ্ত অসহায় ৯৪জন নারীকে সিটি কর্পোরেশনে কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করেন বলে জানান মিনু।তিনি বিনোদপুর বাজার হতে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে অত্র এলাকার মির্জাপুর, চৌদ্দপাই ও মাসকাটাদিঘীর পাড়া, মহল্লা, বাজার এবং মোড়ে মোড়ে যান এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য জনগনের নিকট ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এসময় অত্র এলাকা মিছিলের নগরীতে পরিনত হয়। হাজার হাজার নেতাকর্মী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে ধানের শীষে ভোট প্রদানের জন্য স্লোগান দিতে থাকেন। নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসেন। এছাড়াও অনেকে বাড়ির বারান্দা ও ছাদে উঠে প্রিয় নেতা মিনুকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ধানের শীষে ভোট প্রদানের প্রতিশ্রুতি দেন। সেইসাথে মুরুব্বি ভোটারগণ মাথায় দিয়ে মিনুকে দোয়া করেন।এ সময়ে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, মহানগর যুবদলের সাবেক সভাপতি, প্রধান
নির্বাচনী এজেন্ট ও বিএনপি নেতা ওয়ালিউল হক রানা, ৩০ নং দক্ষিণ বিএনপি’র সভাপতি অধ্যক্ষ নাজমুল হক, সাধারণ সম্পাদক শুকুর আলী, সাবেক কাউন্সিলর শাহজাহান আলী, বিএনপি নেতা আলাউদ্দিন আলী, শফিকুল ইসলাম, একেএম নজরুল ইসলাম শেলি, আবু সাদাত সায়েম মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. সি.এম মোস্তফা, প্রফেসর ড. রেজাউল করিম, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মামুনুর রশীদ, প্রফেসর ড. শামসুজ্জোহা এছামী, রাবি সাদা দলের আহবায়ক প্রফেসর ড. মোহা. এনামুল হক, প্রফেসর ড. মোস্তফা কামাল, প্রফেসর ড. নিজাম উদ্দিন. প্রফেসর ড. সৈয়দ সারওয়ার জাহান, প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, প্রফেসর ড. হাসনাত আলী ও মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন।এছাড়াও
মহানগর যুবদলের সভাপতি মাহফুজুর রহমান রিটন, অত্র ওয়ার্ড যুবদল নেতা শাহজাহান আলী, আলমগীর কবীর, আসাদুল, জামাল, আব্বাস, বাবলু, মিাজন, আশিক, বাচ্চু, সেচ্ছাসেবক দলের শামসুল, কামাল, তপন ও আরিফ, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক সামসুন্নাহার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, নাহিন আহম্মেদ, ও যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ রাহীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটরগণ উপস্থিত ছিলেন ।
খবর ২৪ ঘন্টা/আর